কেআইবি কর্তৃক বাংলা নববর্ষ ১৪২৪ এর চমকপ্রদ অনুষ্ঠানমালা উদযাপিত
সংবাদ দাতার নাম
প্রকাশের সময় :
শুক্রবার, ৫ জুন, ২০২০
২৮৪
বার পড়া হয়েছে
শুভ বাংলা নববর্ষ ১৪২৪……. বাঙ্গালীর প্রাণের উৎসব নববর্ষ বরণ ১৪২৪ উদযাপন উপলক্ষ্যে প্রতিবারের মত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অত্যান্ত উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করেছে বাংলা নববর্ষ ১৪২৪ . . .সকাল থেকে দিনব্যাপী এ অনুষ্ঠানমালা সাজানো হয়েছিল চমৎকারভাবে। বর্ণিল বেলুন উড়ানো, বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা, ঐতিহ্যগত সাপখেলা, বাদর নাচ সহ ছোটদের জন্য নানা খেলার আয়োজন দিনভর উপস্থিত সবাই উপভোগ করেন। সেইসাথে পান্তা ও দুপুরের বৈশাখী ভোজ অনুষ্ঠানমালাকে সমৃদ্ধ করেছে। বরেণ্য কৃষিবিদবৃন্দ তাঁদের পরিবার সহ এ বৈশাখী আয়োজনে অংশগ্রহন করেন।
পূর্বের খবর………….
শুভ বাংলা নববর্ষ ১৪২৪ . . . . . . . বাংলা ও বাঙ্গালীর প্রাণের উৎসব নববর্ষ বরণ ১৪২৪ উদযাপন উপলক্ষ্যে প্রতিবারের মত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অত্যান্ত উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করতে যাচ্ছে বাংলা নববর্ষ ১৪২৪ . . . । বৈশাখী আয়োজনে বিগত বছরগুলোর মত এবারেও থাকবে আনন্দঘন পরিবেশে কৃষিবিদ ও কৃষিবিদ পরিবারের জন্য দিনব্যাপী চমকপ্রদ অনুষ্ঠানমালা। এতে অংশগ্রহন করবেন দেশ বরেণ্য কৃষিবিদ ও তাঁদের পরিবারবর্গ। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত এ বৈশাখী আয়োজনের ওয়েব পার্টনার হিসেবে কৃষিবাংলা ডট কম (www.krishibangla.com) প্রতিবারের মত এবারেও এ সংক্রান্ত তথ্য, খবর, ছবি ও নানা আয়োজনের বিষয়ে কৃষিবিদদের অনুভূতি ও মতামত আপনাদের কাছে পৌছে দেবে। কৃষিবাংলা ডট কম এ দায়িত্ব পেয়ে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ।