২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় সময়, শ্রম ও খরচ কমিয়ে উৎপাদন বৃদ্ধি কল্পে যান্ত্রিক পদ্ধতিতে ৫০ একর হাইব্রীড বোরো ধানের সমলয় চাষ্যবান প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে চারা রোপণ অনুষ্ঠানের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুস্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৯ডিসেম্বর) সকালে সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের নয়াগোরা এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাভারের বাস্তবায়নে যান্ত্রিক পদ্ধতিতে ৫০ একর হাইব্রীড বোরো ধানের সমলয় চাষ্যবান প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে চারা রোপণ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান অনুস্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,খামারবাড়ী (ঢাকা) সরেজমিন উইং পরিচালক, কৃষিবিদ মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর(ঢাকা) উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. আফিয়া আক্তার।
কৃষিবিদ মোঃ আরিফুল হাসান, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) ঢাকা।
মোঃ জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), শিমুলিয়া ইউনিয়ন পরিষদ, সাভার,ঢাকা।
কৃষিবিদ মোছাঃ শারমিন সুলতানা, উপজেলা কৃষি অফিসার, সাভার, ঢাকা। এছাড়াও অসংখ্য কৃষি জমির মালিক ও প্রশিক্ষণার্থীগন উপস্থিত ছিলেন ।