শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা এবং অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে মহাসড়কে যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেন।
বুধবার (৬ডিসেম্বর) সকালে ঢাকা জেলা সাভারের আশুলিয়া এলাকার চন্দ্রা-নবীনগর মহাসড়কের শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় দেশব্যাপী হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ১০ম দফায় দেশব্যাপী ৪৮ ঘন্টার অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে ঢাকা জেলা যুবদল।
মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে রাস্তা অবরোধ করে যুবদলের নেতাকর্মীরা।
এসময় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে বক্তব্য রাখেন, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ ও সাধারণ সম্পাদক আইয়ুব খান। বিক্ষোভ মিছিল ও অবরোধে অংশ নেন যুবদলের কয়েক’শত নেতাকর্মী।
এসময় মিছিল থেকে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ ও সাধারণ সম্পাদক আইয়ুব খান, অবৈধ শেখ হাসিনার আওয়ামী ফ্যাঁসিস্ট সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি জানান।