শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ের চাঞ্চল্যকর ক্লুলেস কালাম হত্যার রহস্য উদঘাটন সহ মুল হত্যাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ পরীক্ষার্থীর খাতা অবরুদ্ধ রাখার অভিযোগ প্রভাষক আবু রায়হানের বিরুদ্ধে আমরা সাংবাদিকতায় ডিগ্রি বিষয়ে হুদাই প্যাঁচাল আর তর্ক বিতর্ক চালাচ্ছি —সাঈদুর রহমান রিমন সাভার হাইওয়ে থানায় ওপেন হাউজ-ডে পালিত সাভারে সাংবাদিককে নিয়ে অপপ্রচার, তিন জনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ জয়পুরহাটে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন জয়পুরহাটে চরম প্রতিদ্বন্দী দুই চেয়ারম্যান প্রার্থীর অনুস্মরনীয় শিষ্টাচার ময়মনসিংহ আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা খারিজ পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে ‘শিখা’ ধামরাইয়ে সংবাদকর্মীকে হুমকির ঘটনায় সেই ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

দিনাজপুর-১ আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে জমজমাট লড়াই!

দিনাজপুর-১ আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্.আসাদুজ্জামান বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৪২ বার পড়া হয়েছে

দিনাজপুর জেলার (বীরগঞ্জ-কাহারোল) উপজেলার দিনাজপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনীতপ্রার্থী বর্তমান সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া জাকা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন । ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে দিনাজপুর-১ নির্বাচনী আসন। এটি আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী আটবার,বিএনপি একবার,জাতীয় পার্টি একবার ও জামায়াত একবার নির্বাচিত হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। প্রচারে নৌকা ও স্বতন্ত্র প্রার্থী এবং লাঙ্গল মার্কার প্রার্থী সমর্থকরা প্রচার প্রচারণায় থাকলেও অন্য দলের প্রার্থীদের প্রচারণা তেমন নেই। এ আসনের বীরগঞ্জ ও কাহারোল উপজেলাতেই প্রধান সড়ক,হাটবাজার, এবং চায়ের দোকান সব জায়গায় ছেয়ে গেছে পোস্টার আর ব্যান্যারে। দুই উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চল পরিদর্শন করে দেখা যায় সেখানে প্রার্থীর সমর্থকরা দলবদ্ধ হয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। এছাড়া দুপুর ২টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রার্থীদের প্রচার প্রচারণার মাইকে সরগরম হয়ে উঠেছে দুই পুরো নির্বাচনী এলাকা। প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাওয়া মাত্রই কোমর বেঁধে নেমেছেন। চারবারের সংসদ সদস্য বর্তমান এমপি মনোরঞ্জন শীল গোপাল নৌকার লিফলেট নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। তিনি চাচ্ছেন সবাই ভোট দিতে আসুক। বীরগঞ্জ ও কাহারোল উপজেলার বিভিন্ন জনবহুল এলাকায় নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব জাকারিয়া জাকা তার ট্রাক প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার প্রচারণায় প্রতিনিয়ত সময় পার করছেন। তিনি দুই উপজেলার প্রত্যন্ত গ্রামে ঘুরে কুশলবিনিময়ের পাশাপাশি ভোটারদের কাছে ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। লাঙ্গল মার্কার প্রার্থী শাহীনুর ইসলামও প্রচার প্রচারণায় পিছিয়ে নেই । নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর পাশাপাশি তিনিও তৃতীয় শক্তি হিসেবে নিজের অবস্থান প্রকাশ করার চেষ্টা করছেন। দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনটিতে ভোটের লড়াইয়ে নেমেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল,স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব জাকারিয়া জাকা (ট্রাক),শাহিনুর ইসলাম,জাতীয় পার্টি (নাঙ্গল), আব্দুল হক,ওয়ার্কার্স পাটির (হাতুড়ি), জহুরুল ইসলাম ন্যাশনাল এনপিপি (আম)। নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। কোথাও কোথাও আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রার্থীকে সমর্থন করা নিয়ে পরস্পরের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়ছে। বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনীত (নৌকা মার্কার) প্রার্থী ও সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এবং, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব জাকারিয়া জাকা (ট্রাক) জয়ের আশা প্রকাশ করলেও শাহিনুর ইসলাম,জাতীয় পার্টি (লাঙ্গল) বলেন, নির্বাচন নিরপেক্ষ হলে, দিন শেষে জয়ের হাসি আমিই হাসবো। এই আসনে এবার মোট ভোটার হলো ৩ লাখ ৯২ হাজার ৮২৬ জন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৪৯ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102