জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে জেলা শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসন, বিচার বিভাগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, বিভিন্ন সরকারি দপ্তরসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও আপামর জনতা।
এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রসাশক মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা ও দায়রা জজ মোঃ নূর ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনসহ অন্যান্যরা।
দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।