ঢাকা জেলা সাভারের আশুলিয়ার জামগড়ায় জাবাল-ই-নূর ইসলামিয়া দাখিল মাদ্রাসার পাঠ সমাপনী ও দোয়া অনুস্ঠান অনুস্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ডিসেম্বর) সকালে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় চৌধুরী প্লাজার চতুর্থ তলায় জাবাল-ই-নূর ইসলামিয়া দাখিল মাদ্রাসার নিজস্ব হল রুমে পাঠ সমাপনী ও দোয়া অনুস্ঠান অনুস্ঠিত হয়।
পাঠ সমাপনী ও দোয়া অনুস্ঠানের শুরুতে পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত পাঠ করেন অত্র মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ছাত্র মো: আসাদুজ্জামান।
জাবাল-ই-নূর ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আরমান হোসাইন এর সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার আরবি শিক্ষক মাওলানা মুহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জাবাল-ই-নূর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (গণিত) মাওলানা মোঃ আব্দুল কাদের,হিফজ বিভাগের প্রধান হাফেজ মুহাম্মদ জুবায়ের মাহমুদ,মোঃ ছাববির হোসাইন সহ বিভিন্ন বিভাগের ছাত্র ছাত্রী ও শিক্ষকগন।