নিজস্ব প্রতিবেদক: কাশিমপুরে স্কুল শাখার অভিভাবকদের নিয়ে কলেজ শাখার নির্বাচন! কর্তৃপক্ষ নীরব থাকায় সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করলেন অভিভাবক সদস্য পদপ্রার্থী সুজা উদ্দিন।
গাজীপুর মহানগরীর কাশিমপুরের ঐতিহ্যবাহী হাতিমারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গভর্ণিং বডি নির্বাচন ত্রুটিপূর্ণ জানিয়ে স্কুল শাখার অভিভাবক সদস্য পদ থেকে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করলেন অভিভাবক সদস্য পদপ্রার্থী সুজা উদ্দিন।
সোমবার(৫ ফেব্রুয়ারি)সন্ধ্যায় গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা প্রেসক্লাব এর কার্য্যালয়ে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য পাঠ করেন হাতিমারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর গভর্ণিং বডি অভিভাবক সদস্য পদপ্রার্থী সুজা উদ্দিন। তিনি লিখিত বক্তব্যে বলেন, হাতিমারা হাই স্কুল শাখার কোড ২০২৮ এবং EIIN 108975 হলেও কলেজ কোড ২১৪২ এবং EIIN 109028 দিয়ে স্কুল শাখার গভর্ণিং বডি নির্বাচন করা হচ্ছে। যা নিয়ম বহিঃভূত এবং ত্রুটিপূর্ণ বলে দাবি করে তিনি। সংবাদ কর্মীদের তিনি জানায় গত গভর্ণিং বডির মেয়াদ কাল ১৬/০৩/২০২২ হতে ১৬/০৩/২০২৪ পর্যন্ত। বর্তমানে হাতিমারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর নতুন তফসিল ঘোষণা করা হয় ১৮/০১/২০২৪ এবং ভোট গ্রহণ হবে ১১/০২/২০২৪ যাহার ভোটার তালিকা চূড়ান্তভাবে হয়নি এবং কোন প্রতিষ্ঠানের নির্বাচন হবে উক্ত প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়নি। অন্যদিকে কোড এবং EIIN দিক থেকে হাতিমারা হাই স্কুল এবং হাতিমারা কলেজ দুটি সম্পন্ন রুপে আলাদা। তাহলে এখানে একসাথে নির্বাচন হয় কিনা বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং উক্ত নির্বাচন তফসিল বাতিল এর বিষয়েও বিভিন্ন দপ্তরের দরখাস্ত দিয়ে অনুরোধ জানিয়েছেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরো জানান, হাতিমারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডি নির্বাচন ২০২৪ তফসিল বাতিল প্রসঙ্গে গাজীপুর জেলা প্রশাসক এবং গভর্ণিং বডি নির্বাচন ২০২৪ এর প্রিজাইডিং অফিসার বরাবর দরখাস্ত দেওয়া হয়েছে। যাহার অনুলিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা , জেলা শিক্ষা অফিসার গাজীপুর সদর, গাজীপুর, এবং উপজেলা নির্বাহী অফিসার গাজীপুর সদর গাজীপুর কাছেও দেয়া হয়েছে বলে জানান তিনি।
ত্রুটিপূর্ণ ও অবৈধ পাতানো নির্বাচন বন্ধ করে এবিষয়ে গাজীপুর জেলা প্রশাসক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরাবর নির্বাচনের পূর্বে স্কুল কোড ও EIIN নাম্বার সংশোধন জন্য আবেদন ও সুষ্ঠ নির্বাচনের দাবি জানিয়েছেন তিনিএবং বর্তমানের এই ত্রুটিপূর্ণ অবৈধ পাতানো নির্বাচনকে বয়কট করে পুনরায় সুষ্ঠু নির্বাচনের দাবি জানান তিনি ।