কক্সবাজার জেলার মহেশখালীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে উদযাপন করলো অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
বুধবার ২১ শে ফেব্রুয়ারি ভোরে ক্যামব্রিয়ান হাই স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস থেকে ‘বর্ণাঢ্য প্রভাত ফেরী’ অনুষ্ঠিত হয়। পরে মহেশখালী কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন, ক্যামব্রিয়ান হাই স্কুল এন্ড কলেজ মহেশখালী শাখা এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল এম শামসু দোহা, সিনিয়র শিক্ষক শওকত ওসমান, সুকুমার চক্রবর্তী, ইয়াছিন’সহ অভিভাবক প্রতিনিধি অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রীবৃন্দ।
পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে- ক্যামব্রিয়ান হাই স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল এম শামসু দোহা এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শওকত ওসমানের পরিচালনায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য- ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে উপজেলা পযার্য়ের আয়োজিত শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা সুন্দর হাতের লেখা, শুদ্ধ বানান, চিত্রাংকন অংশগ্রহণ করে সাফলতা অর্জনে ক্যামব্রিয়ান হাই স্কুল এন্ড কলেজে পক্ষ থেকে শিক্ষার্থীদের’কে পুষ্পিত অভিনন্দন রইলো।