চাঁদার দাবিতে সাভারের সেই বিতর্কিত নারী কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তার অনুসারী কিশোর গ্যাং নাজিম ওরফে ভাইগ্না নাজিম বাহিনীর বেপরোয়া হামলায় ধারালো অস্ত্রের আঘাতে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অন্তত ৫ জন আহত হয়েছেন।
হামলাকারীদের ধারালো ছুরিকাঘাতে নাহিয়ান নামে এক ব্যবসায়ীর ফুসফুস ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তাকে মুমূর্ষ অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন। তিনি বলেন, জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।